Merit Computer and Technical Institute, established in 2004, is a government-approved, trusted institution dedicated to delivering excellence in technical education, vocational training, and IT-based services. With over two decades of experience, we have become a cornerstone of skill development and professional service delivery in our region.
Our mission is to empower individuals through hands-on training and practical knowledge that meets the demands of today’s competitive job market. We are committed to nurturing talent, enhancing employability, and supporting small business development through a range of comprehensive training programs and technical solutions.
Our Core Services Include:
Computer Training: Structured courses ranging from basic computing to advanced IT skills, tailored to learners of all levels.
Sewing & Tailoring Training: Industry-relevant training designed to foster entrepreneurship and self-reliance.
Spoken English Programs: Customized modules to build strong communication skills for academic, professional, and personal success.
Technical & Sales Services:
CCTV Camera Installation & Sales: End-to-end surveillance solutions for residential and commercial needs.
Sales of Sewing Machines: High-quality machines for beginners and professionals.
Refurbished Laptops & Desktops: Reliable, cost-effective computing solutions with post-sale support.
Computer Accessories: A full range of essential peripherals including keyboards, mice, monitors, and more.
At Merit Computer and Technical Institute, our focus is not only on providing training but also on delivering value-driven solutions that support digital inclusion, entrepreneurship, and community development. Backed by experienced instructors, certified programs, and a client-centric service approach, we continue to build a reputation as a hub of trust, innovation, and opportunity.
We invite you to connect with us — whether you’re looking to enhance your skills, start a new career, or equip your home or office with technical solutions, Merit Computer and Technical Institute is here to support your journey toward success.
মেরিট কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট, ২০০৪ সালে প্রতিষ্ঠিত একটি সরকার অনুমোদিত এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান, যা কারিগরি শিক্ষা, পেশাভিত্তিক প্রশিক্ষণ ও আইটি সেবায় অঙ্গীকারবদ্ধ। দুই দশকের বেশি অভিজ্ঞতা নিয়ে আমরা আমাদের অঞ্চলে দক্ষতা উন্নয়ন ও পেশাদার সেবা প্রদানের একটি নির্ভরযোগ্য কেন্দ্রে পরিণত হয়েছি।
আমাদের লক্ষ্য হলো সময়োপযোগী ব্যবহারিক জ্ঞান ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে তোলা, যাতে তারা আধুনিক চাকরির বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান নিতে পারে। পাশাপাশি আমরা উদ্যোক্তা উন্নয়ন এবং ক্ষুদ্র ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেও প্রতিশ্রুতিবদ্ধ।
আমাদের মূল প্রশিক্ষণ ও সেবা সমূহ:
কম্পিউটার প্রশিক্ষণ: প্রাথমিক থেকে উচ্চতর আইটি বিষয়ক প্রশিক্ষণ, যা সব স্তরের শিক্ষার্থীর জন্য উপযোগীভাবে তৈরি।
সেলাই ও টেইলারিং প্রশিক্ষণ: আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা গড়ার লক্ষ্যে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ।
স্পোকেন ইংলিশ কোর্স: ছাত্রছাত্রী ও পেশাজীবীদের জন্য কার্যকর ইংরেজি যোগাযোগ দক্ষতা উন্নয়নমূলক কোর্স।
টেকনিক্যাল ও বিক্রয় সেবা:
সিসিটিভি ক্যামেরা স্থাপন ও বিক্রয়: বাসা-বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নিরাপদ পর্যবেক্ষণ ব্যবস্থা।
সেলাই মেশিন বিক্রয়: শিখতে আগ্রহী ও পেশাদারদের জন্য উন্নতমানের সেলাই মেশিন।
রিকন্ডিশন ল্যাপটপ ও ডেস্কটপ বিক্রয়: গ্যারান্টিসহ নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী কম্পিউটার সমাধান।
কম্পিউটার যন্ত্রাংশ ও এক্সেসরিজ বিক্রয়: কিবোর্ড, মাউস, মনিটরসহ সকল প্রকার কম্পিউটার আনুষঙ্গিক পণ্যের সরবরাহ।
মেরিট কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট শুধুমাত্র একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি বিশ্বাসের নাম — যেখানে প্রযুক্তি, শিক্ষা ও সেবার সমন্বয়ে গড়ে উঠছে একটি দক্ষ ও আত্মনির্ভরশীল সমাজ। অভিজ্ঞ প্রশিক্ষক, মানসম্পন্ন কোর্স এবং গ্রাহককেন্দ্রিক সেবা আমাদের প্রতিষ্ঠানকে করেছে একটি নির্ভরযোগ্য নাম।
আপনি যদি দক্ষতা অর্জন করতে চান, ক্যারিয়ারে এগিয়ে যেতে চান বা আপনার প্রযুক্তিগত প্রয়োজন মেটাতে চান, তাহলে মেরিট কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট হতে পারে আপনার সেরা পছন্দ।